শূন্যদৃষ্টি বারে বারে খেলে যায়,
প্রহরা জোড় উজাড় করে স্মৃতি...
যাযাবর জোয়ারের ভেলা খুঁজে পাই
ভোরের তড়িতে তোমার নীড়ে আহুতি।
সবশেষে, একটি নুপুর শুধু পড়ে থাকে,
তার ঝনঝন শব্দ আর বেজে উঠে না।
চঞ্চলরত যাকে চলতে দেখতে আগে,
এখন আর কোনো আবেগ কাজ করে না।
দেখেছি সবই, ভেঙ্গেছি এবং মেনে নিয়েছি,
তাই আর হারানোর ভয় পাই না।
খুঁজিও না আমায়,,,আমি হারিয়ে গিয়েছি,
সব গল্পের সুন্দর ইতি হয় না🥲!