আকাশ ভরা তারা সকল মিটমিট করিয়া চায়
যেমন করিয়া আলো ছাড়িলো এই দিপ্তীমান
লালে শুরু আর শেষ অদ্ভুত এক কালোয়
আপন কর্ম সাধনেমনে নাহি তার কোন অভিমান তমসা ছুটায় নাহি রাখে দৈন্য স্বল্প প্রভায়
সাপেক্ষভরে এ যেন এক অনন্য মহিয়ান
সেই আদি থেকে অদ্য,এক নিয়মে আসছে করে দান
এহেন শোভনে প্রাণ সকল মোর জুড়ায়।
সারাদিন চলতিমান রাত্রিতে বিশ্রামকাল
অগ্রাচলে প্রস্তুতি,পর দিনের হিতে কি
যে চেষ্টায় বানায় অন্ধের মশাল
ভেজাকে শুকনো,দিককে নির্ণয়,রাত্রিকে দিন আরো কত কি
সকলে তাই চেয়ে অবাক রাখে আড়াল
করে মুগ্ধতা,কখনো আলো বন্ধ হবে না তার প্রমাণটা কি?