কেন রঙ ছড়িয়ে দিয়ে গেলে
      আমায় ফেলে চলে?
কেন এলে অদ্ভুত ভবনার মাঝে
     আমার সকাল সাঝে?
কেন উপহার দিলে শুভ্র সে হাসি?
ব্যাথা দিয়ে এলো বিষে ভরা বাঁশি
     কেন করলে অমন রূপের
প্রশংসার,যার ছিলো না কোনো কদর
  কেন আলতোহাতে লিখলে গুণের
    সমাদর,এত এত বাহার
   কেন করলে মনে আমায়?
   ভাবনা তোমার মাত্র সহায়
     ইচ্ছে যা সব ছিল গুরু,
   আমার তোমায় দিয়ে শুরু।

শেষ বেলাতো বাদলা ছিল,প্রজাপতি এলো
কেন চললে ফেলে স্বপ্ন এলোমেলো?