চোখজুড়ে সবুজের সমারোহে,
মাঝখানে ক'টি গাঢ় লাল অর্থ,
এ যেন কুঁড়ি হয়ে সময়ের আরোহে,
ফুল হয়ে হয়ে উঠা মাত্র।
বৃষ্টি এখনও থামেনিত কই,
সূর্য বেরিয়ে এলোনা ত,
মেঘের আড়াল হতে,
তবে কালি ফুরালো,হাতে অসমাপ্ত বই।
ইতিহাস এখনও অম্লান হয়ে আছে,
হাজার হাজার নায়কেরা ফুলের কুঁড়ি হয়ে যাবে,
শুধু পন্থা,যুক্তিকর্ম আর যা যা বাঁচে,
তাই-ই ফুরানো কালির মতো হয়ে রবে।