উত্তাপ ছাড়ে প্রখর রৌদ্র,
অসহায় বাধ মানে না যারা হতদরিদ্র।
ফের ঘনিয়ে আসে ঘোর অন্ধকার,
ঝমাঝম ধ্বনি তোলার সে যে সদ্ব্যবহার।
আসমানী শ'মেঘ ঘোরে আকাশে,
কাশফুল শত দোলে দুলে বাতাসে।
বাংলার ঘরে তখন নবান্নের ধ্বনি,
কৃষক বলে"হে ফসল তোমার কাছে ঋণী।
কনকনে কাঁপি যখন চাদর মুড়ি দিয়ে,
বুঝি তখনই শীতকাল এলো ঘনিয়ে।
গজানো পাতার সুবাসে দৌড়ায় এলোচুলে,
শত অপেক্ষার পর সাজি বসন্তের ফুলে।