আকাশমাঝে বিশৃঙ্খলা,তার উত্তেজনা মন
এক্ষুণি যেন বৃষ্টি নেমে ঝনঝন।
ইলশেঁগুড়ি বা মুষলধারে সবই তো সৃষ্টি,
কিন্তু,বেজার!মেঘ হলেও হচ্ছে না তো বৃষ্টি।
কাঁদতে গিয়ে থমকে যায় আসমানী মেঘ,
উঠছে কষ্ট ঠিকই তবে সে ছড়াচ্ছেনা রাগ।
উঠে যদি একবার,চারিদিক হবে তছনছ,
তাই সে ভাবে,পায় না কোনো পথ।

ওইদিকের হাওয়া পানি সহকারে বলে,বৃষ্টি হোক আজ,
মেঘমালা উভয়সংকটে,কোনদিকে হবে কাজের মত কাজ?
ভেবেই যাচ্ছে সে,পরে চিন্তা করে,
কী আর করি রাজি হই,আসছে পানি বৃষ্টিধারা হয়ে।
মেঘমালা ছাড়ছে পানি ঝমঝমাঝম বাজে,
প্রকৃতি তখন নতুনভাবে নতুনরূপে সাজে।