'বন্ধু' আমার নামটি ধরে
      যখনই তুমি ডাকো
বিতৃষ্ণায় উড়ে যায় যেন কাক ও!
  বিপদে ভাই পাশেই পাও
       পদে কেন নয়?
এই কি তোমার নামকরা
     বন্ধুত্বের পরিচয়?

চুপটি করে বসে বসে
    কুড়াচ্ছ তো সুখ,,,
ধর্ম নামে কর্ম সেরে
   বলছো কিনা দুখ?
কোন মুখে ভাই বল কথা
   আমার নামে ডেকে
লজ্জা নেই বলছ তবু
    নির্লজ্জতা মেখে?
বলতে গিয়ে থমকে যাই
    পিছলে গিয়ে কই
ভাবনা গড়ি,না চাইলেও
এ বন্ধুত্ব কেমনে সই?