ঘুমের কবলে যদি জাগরণও হয়,
কোনো অনিচ্ছের হেতুতে,
কিংবা বৃষ্টিভেজার আয়েশে,
ওই মেঘের অরণ্যে রোদনে,
বেডসাইড টেবিলের ডেইজির
কলিটা যবে নুয়ে পড়ল,,,,
আমি তখন আনমনে ঘুমাতে গেলাম।
পরে বুঝলাম,
ব্যবধানের কবলে যাবে দেয়ালিকা আঁকি,
তা আমারই কাছে মর্মার্থ হয়ে থাকে।
অতীত স্মৃতি যবে অল্পদামে মাখি,
প্রেম আর অপ্রেমের মাঝের জায়গাটা চাষের অযোগ্য ই হয়ে থাকে🙂।