কেন ইচ্ছেঘুড়ি উড়াল পথে
আবেগী চাল চলনে ?
মোহ লাগায় সে কি শর্তে ?
কোন খেয়ালির কান মলনে ?
কেন মনোরম মুহূর্ত
হারিয়ে যায় স্মৃতিতে ?
বিস্মৃতির আড়ালে আবর্ত
কেন থাকে অনিচ্ছের ইতিতে?
কেন অনুভূতি বেড়ে যায় ?
কেন যায় বাধা না মেনে ?
কেন কোনঠাসা সে কিসের দায় ?
কেন বেঁচে থাকে সে শুধু স্বপ্নে ?
ঘোর কেন কেটে যায় ?
কেন যায় তাড়াতাড়ি ?
আ'মরি জীবন হায়
কেন এত বাড়াবাড়ি?