ঊষা আসে যে পথে,
দুই বলিষ্ঠ হাতে,
গড়ে নিই তরুণ শপথ।
এ শপথ রক্তে মাখা,
হাজারো জনতার কন্ঠে গাঁথা,
হৃদয়ের জোয়ারের আবেগে ঠাসা,
করুণ ডাকের আড়ালে ভাসা।
এ হলো বাঙালির মুক্তির সর্বকালের পাথেয়---
যা শেখায় আঘাতে সাহস,
জুড়ে দেয় শান্তির আভাস,
আনে ভক্তির বিশ্বাস।
বাঙালি অধিকার আদায়ে পিছুপা হবে না
দূরত্বের দেয়াল ভেঙ্গে গড়বে সোনার বাংলা।
বাঙালি অন্যকে নিজেদের করায়ত্ব করতে দিবে না
সহস্য যুদ্ধে বুক ফুলিয়ে বলবে জয় বাংলা।
বাঙালি মুষ্টিমেয় শক্তিতে সহজে হারবে না
তলোয়ার হাতে নামবে মাঠে দেখবে বাংলা।



৫ই আগষ্ট,২০২৪