বৃষ্টিমাখা শহরে,
ধানক্ষেতের অদূরে,
যাবে কি হারিয়ে?
ঘাসের ভেতর?
আসলে তবে ঘনিয়ে,
বৃষ্টি বিলাস জমিয়ে,
যাব ফিরে আবার,
দুজনের ঠিকানায়।
ধুয়ে যাবে ধুলো,
গাছের বাকলের,
ঝরবে শুধু টিপ টিপ,
পড়বে মাটির ফাটলে।
বজরার ছাদে গিয়ে,
ঝমঝম শব্দ ছুঁয়ে,
নাচবো যবে তা ধিং ধিং,
পড়ে গিয়ে থাকলে,
বাঁচাও বলে হাঁকলে,
ফিরবে মনের সম্বিৎ।
চলে যায়,
যদি পাই ,
এ শহরের সন্ধান।
রাখবো তবে,
স্মৃতি করে,
এ স্বপ্নের
অ্যালবাম।