প্রতিদিন যবে সেই পথ দিয়ে হাঁটা হতো
কত শত যে পথিক চলতো
ভিখারি ভিখ খুঁজতো
সেইদিন আর নেই
আগেকার আকাশে কত যে পাখি
ডানা মেলত,নকশা আঁকতো
কত পাখি যে বাসা বুনত আর বানাত
আজ দেখি নাতো তা দিন গেছে পাল্টে
দিঘির পাড়ে,কত যে লোক বসত
ফিরত সুরের আবেশ
আজ তা বিরান
পড়ে আছে খালি
ধুলাবালি জমে শুধু গাছ-গাছালিতে
দিন আগের মতন নেই
গেছে পাল্টে
কত সহস্র ধুলা যে জমে
খড়ের স্তুপের মাঝে, পড়তো চাপা
বিরাট লোকালয়,শহর কাঁপা
কত যে পাখি খাঁচায় বন্দী
আকুল ছাড়া পেতে, আটত ফন্দি
অরণ্যে প্রাণী নেই, গড়ছে লোকালয়
আজব, প্রাণী থাকে মানুষের কাছে
আগে ছিল উল্টো
দিন আসলেই গেছে পাল্টে
কত যে মাছ, ঘুরতো ফিরতো
খেলতো পানিতে ভেসে হেঁটে
জীবিকার টানে আজ তারাই
যাচ্ছে মানুষদের পেটে
কত যে অসীম সীমানায়
চলত নিয়ম না মেনে
অবাধ প্রবাহ, নামেনে বাধা-বারণ
আজ আবদ্ধ গৃহের সুসজ্জিত কাঁচে
কাজ করে অবাধ্য পিছুটান
আসলেই পাল্টেছে দিনকাল
আগে সব ভিড় করতো
হয়তোবা বিশ্বকাপ না হয় সিনেমায়
একজোটে জড়তো, আড্ডা গড়তো
কাজ করে কি আশা সেদিন ন্যায়?
তুমি কার কে তোমার
আজ মানুষ মুঠোফোনে,ব্যস্ত সারাক্ষণ
তারই কথা বলতে জোড়েনা বাঁধন
দিন যায়,ক্ষণ যায়-পরানো হয় না রাখি
ফিরবে কি আবার সেদিন?
যেদিন মানুষেতে কোলাকুলি থাকবে
বনে প্রাণী থাকবে,ভরবে পাখ-পাখালি
তোতা-টিয়া সব ফিরবে অরণ্যে -আবার
প্রকৃতি চলবে আগের নিয়মে-------