প্রভাত বেলায় বিছানা ছেড়ে জলদি উঠে পড়ো,
প্রাতঃ কর্ম সেরে সব্বাই বেগে বাড়ি ছাড়ো।
ধীরে ধীরে সূর্য্যি মামার রক্ত আভা উঠবে জ্বলে,
হাঁটি হাঁটি করে পেরোতে হবে অনেকটা পথ ফেলে।
সুন্দর সকালের মিষ্টি রোদ মাখো সারা গায়ে
ভিটামিন- ডি সংশ্লেষ হয়ে পুষ্টি জোগান দেবে।
নরম ঘাসের উপর খেলবে যখন মিলবে তোমার পা,
মাথা হবে ঠাণ্ডা, আরামে শিহরিত হবে সারা শরীর টা।
মৃদুমন্দ হাওয়াতে ফুরফুরে হবে তোমার মনটা,
খুশির আমেজে যাবে আজকের সারা দিনটা।
সকালের এই মখমল ছোঁয়ায় সতেজ হয় অস্থি মজ্জা,
জীবন যাপনে মিলবে অনেকটা ফুলশয্যা।
শিশু সকল ওঠে পড়ো একটু ভোর বেলা,
পড়াশুনায় পাবে সময়, করবে অনেক খেলা।
আলসেমি ফেলে এবার একটু পড়ায় বসাও মন
একটু সময় পেলে অংকও কষো খানিক ক্ষণ।
ভোরের এই সময়টা খুবই নাকি ভালো,
প্রাতঃস্মরণীয় গণ বলেছেন, তুমি ছড়াবে জগতে আলো।
…১৩/০৬/২০২০