২১/০৮/২০২০ ইং
একফালি চাঁদ যদি নতুন লক্ষণ রেখার আবেশ জাগায়
পূর্ণিমার একথালি চাঁদ ভাঙ্গা বাঁশের বেড়ার ফাঁক দিয়েও স্বপ্ন আঁকে।
জীবন একটা সুতোয় পেন্ডুলামের মতো দুলছে
একটা সময় তাকে সাম্যবস্থায় ফিরতে হবে
সময়কাল নির্ণয়ে যে, সুত্র মেনেই চলতে হয়…
রেলগাড়িটা একটার পর একটা স্টেশন পাড় করে দুরন্ত বেগে ছুটছে
কোথাও না কোথাও নামতে হবে সবাইকে।
আজ আছে কাল নেই জীবনের সঙ্গে দহরম মহরম
একসময় তৃপ্তির সলতে কেটে দেয়… ।
মীরজাফর চরিত্র সব দেশে সব কালে বিদ্যমান
নিচ্ছিদ্র প্রাসাদেও লখিন্দর প্রাণহানির নীলাভ স্পর্শ পায়।
মন খারাপের দিনে স্মৃতি হাতড়ে ফিরে যাই চাঁদের বুড়ীর দেশে
জীবনের সোপান বয়ে চলে, নিজের পৃথিবী ক্রমশ ছোট হয়ে আসে,
দ্রুতগামী জীবনযাত্রায় ব্যক্তিকেন্দ্রিকতার দমবন্ধ প্রতিযোগিতা
হয়তো শেষ যাত্রাতে নিজেকে নিজেই কাঁধে নিতে হবে!