সব বন্ধন টুটে,
চলো যাই সীমানা ছাড়িয়ে,
উড়োজাহাজ না; বলাকা হয়ে উড়ে যাবো সঙ্গী যদি জোটে!
এই দেশ-কাল-গণ্ডি, বাঁধাধরা বেড়াজাল ডিঙিয়ে,
অসীম সীমার খোঁজে,
শূন্য থেকে শূন্যে যাবো বিলিয়ে।
বড্ড ক্লান্ত!
একঘেয়েমি রাশ হয়ে মুক্ত,
অনন্ত আকাশ, ঐ বিশাল মহাসমুদ্রে হারিয়ে হবো একাত্ম।
জব্বর জালে যে আমরা বন্দি!
মন টানে সুমেরু থেকে কুমেরু…
সম্মতিপত্র! টপকাতে হয় ছল-চাতুরী আর রকমারি সন্ধি।
চৌহদ্দির বাঁধনে এই দেশ, ঐ বিদেশ,
গড়লো কতো বিদ্বেষ,
আঁকতে হলো বিষুবরেখা, মধ্যরেখা, ভূভাগের কাটল রেশ!
অক্ষাংশ, দ্রাঘিমাংশ,
ভাবনা আরও কতো ভগ্নাংশে,
বিচ্ছিন্ন ক্ষিতি ভাসমান তিন তিনটি ভাগ জলাংশে!
লড়াই কেহ নাহি ছাড়ি,
বিন্দু অনুযোগেও বিনাশ করি,
ক্ষমো মোদের হে প্রভু, কাতর সুরে স্মরি।
ভেদাভেদ কেন না ভুলি?
এক পৃথিবীর, একই মানুষ
যাবো এ প্রান্ত থেকে ঐ সুদূরে, সব কপাট যাক খুলি।
রূপবতী এই রূপ-যৌবন ভোগ করে হবো লুটোপুটি,
জাত-পাত, কালো-সাদা, ধনী-দরিদ্র!
শৃঙ্খল যাবে টুটি।
চলো তবে হারিয়ে যাই, পিষিয়ে সব বলাৎকার,
কর্কশ শঙ্খ নিনাদ পদানাত,
প্রশান্তিতে বিরাজিত এ বিশ্ব সংসার।
// ১৪/০৬/২০২০ ইং //