অনেক যোজন দূরে তুই
রোদেলা দুপুর ,
একরাশ নিঃসঙ্গতা… ।
আম্র কুঞ্জে পাতার মড়মড়ে শব্দ,
পুকুরের জুওপ্লাংকটন নিরবে জল ভাঙ্গে,
রাক্ষুসে মাছ ওত পেতে আছে…
পাখিগুলি প্রখর রৌদ্র তাপে ছানাকে ডানার নিচে আগলে রাখে
অদূরে কচিকাঁচা বাচ্চাগুলো গাছের ছায়ায় ডাংগুলি খেলে,
ঘামে শরীর ভেজা মায়ের আঁচলে দাঁত কাটে ছোট্ট শিশু,
ঘরের আবডালে ষাটোর্ধ ঠাকুরমা পা বিছিয়ে নকশী কাঁথায় মগ্ন,
কিষাণ কাজ ছেড়ে গাছের গুঁড়িতে বসে শরীর টাকে একটু জুড়িয়ে নেয়,
গরুগুলি ঠায় দাঁড়িয়ে মাঠে, ঘাস কাটে না,
পথিক একটু ঠাণ্ডা জলে পিপাসা মিটিয়ে আবার গন্তব্যে পাড়ি দেয়,
কোনও এক ষোড়শী পুকুরে স্নান সেরে বাড়ির পথ ধরে… ।
আমি চেয়ে থাকি চাতক পাখির মতো,
তুই আসবি… !
আসলি মেঘমল্লারে…
রণ ডঙ্কারে, দামামা বাজিয়ে
দাবদাহের সমস্ত জ্বালা মিটিয়ে,
সিক্ত যৌবন ভরা শরীরে আমাকে ভাসিয়ে দিয়ে।
// ২৩/০৬/২০২০ ইং //