ভাবনা যেন ছিল মোর একটু কম-ই,
ছিলনা পিছু টান, হঠাৎ জীবনে এলে তুমি।
বন্ধুর পথ চলতে চলতে তুমি এসেছিলে জীবনে,
হাল ছাড়িনি তবুও, তুমি ছিলে বল মোর মনে।
সে দিন গুলি খুব করে পরে মনে,
আগলে রেখেছিলে মোরে তোমা –সনে।
ক্রমে সব দুয়ার হয়ে গেলো বন্ধ,
দিয়েছিলে অভয়, তুমিই পারবে, হবে সব জব্দ ।
কত রাত কেটেছিল মোর ঘোর অমানিশায় নিদ্রাহীন,
শরীরটাও হয়েছিল নিস্তরঙ্গ, পরিপাটি বিহীন।
দু-নয়নে কখনো ঝরেছে অঝোর ধারা,
বোঝেনি কেউ কখনো, শুধু তুমি ছাড়া।
বারবার তুমি মোরে শুধাতে, আশঙ্কা করোনা,
নিজের প্রতি রাখো বিশ্বাস, পাবে ঠিক ঠিকানা।
হাঁটতে হাঁটতে ঘটে যায় পদস্খলন,
ধরে ছিলে তুমি হাত, হয়নি অঘটন।
খুব ইচ্ছে করত একটু কথা বলি একলা- নিভৃতে,
উপায় কিছু ছিলো না, তুমিও নির্বাক মেনে নিতে।
রেল স্টেশনের সেই বেদিটা ছিল মোর ভীষণ প্রিয়,
আজ বড্ড মনে পরে, তুমি পাশে আছ যদিও।
ভাবনা নয়, ভয় পেতাম বেশী মানুষে,
ওরাই প্ররোচিত করে বিদ্বেষ ঘটায় সকাশে।
এইবেলা তুমি মোরে করে দিও ক্ষমা,
হয়ত তুমি আজ মোরে ভুল বোঝ না, সত্যিই তুমি নিরুপমা।
24/04/2020