আকাশ জুড়ে আজ বৃষ্টি খেলা, সঙ্গী মেঘ-ভার,
জেগেছে শিরদাঁড়া, হবে হার না মানা হার।

জানালা দিয়ে আঁখি তুলে চাহি দূর পানে,
স্মৃতির ভাঁড়ে টান পরে, তবুও যাই অতল গহিনে।

বৃষ্টিই করে থাকে সুখ-সৃষ্টি সমাহার,
মেঘ-কবির লেখনী আজ না থামে আর।

কল্পনা আর কবি মিলে মিশে হলো একাকার,
সৃষ্টি-নেশা, উচ্ছ্বাসে আঁকা চলে বিরামহীন আর বারংবার।

যুগে যুগে মেঘ-বৃষ্টির ভালোবাসার প্রেম গাঁথা,
প্রেমিক জনই সইতে পারে যত যাতনা আর ব্যথা।

দীন জনের দিনমণি জাগান দেয় নতুন আলো, ভোর,
মন কূল খুঁজে না পায়, তবুও স্মৃতি কাতর।

মেঘ-বৃষ্টির আশিসে অঙ্কুরিত হয় নব নব চেতনা,
বৃক্ষরাজি শুষে নেয় মানব সৃষ্ট কতো না  বেদনা।

প্রকৃতি কখনও করে নাকো, কোনও বেইমানী,
মানুষই সব ভুল করে যায়, সে কথা কখনও না মানি।

                               ------19/05/2020