টুক টুকে লাল শাড়িতে বেশ মানিয়েছে,
আঁচলটা তোমার ব্যক্তিত্ব কে জাগিয়েছে।
সুশুভ্র মুখাবায়ব আকর্ষণ করে আমায়,
চোখ দুটি মোনালিসাকে হার মানায়।
সারা শরীর জুড়ে ছড়ানো লাবণ্য,
চাঁদের মায়াবী আলোর মতো তুমি ধন্য।
হাতে হাত রেখে, ললাটে চুম্বনে সুখের অনুভূতি,
হৃদয়ে বন্যতা আনবে এটাই তো নীতি।
প্রথম যে দিন তুমি করেছিলে আমায় স্পর্শ,
বুঝেছিলাম কি আমি তার সত্যিকার মর্ম?
আজ রাতে আমরা একসাথে
রচিব মধুর রণে, মেখে সুগন্ধ নীপবিথে।
ঘর্মাক্ত শরীরে আলিঙ্গনে দুজনে
ফুটাবো কুঁড়ি,জানবে জগৎ জনে।