// ০৬/০৮/২০২০ ইং //
জীবনের আঁকাবাঁকা পথ চলার নাকশা,
সমুদ্রের তীরে দাঁড়িয়ে বালুকাময় ভাষায় এঁকেছি
আর নিরুপায় হয়ে ঢেউগুলি সলিলে সমাধি গড়েছে,
আমি চেয়ে থাকি আর ভেসে যাই খড়কুটোর মতো।
একটা সাদা বক উড়ে যায় গোধূলির রং মেখে,
আমি ওর পথ ধরে ছুটে যেতে চাই অসীমে…
দ্বিধাহীন আবেগ শীত মোড়া আবেশে কুঁকড়ে যায়,
ভেবে ভেবে হৃদয়ে মাখি শীতল স্পর্শ, খুঁজি স্বচ্ছতা।
নিটোল একটা শাদা কাফনের ছোট্ট কালো দাগ
মনে করিয়ে দেয় আবডালে মোড়া গভীর ক্ষতকে,
তবুও অবগাহন করি বারবার…
কখন যেন একটা ধোঁয়াশার জলপ্রপাত
আমাকে ভিজিয়ে দিয়ে অপবিত্র করে দেয়।
……………………………X……………………………..