আমায় পড়বে কি তোর মনে?
যদি মিলিয়ে যাই ওই দূর আকাশের নীলে,
যদি যাই হারিয়ে লাল আকাশের সুদূর অস্তাচলে;
আমায় পড়বে কি তোর মনে?
যখন জোৎস্না রাতে মাতবেনা কেউ গল্পতে তোর সনে,
যখন স্বচ্ছাকাশে তারার মাঝে খুজবেনা কেউ তোরে;
আমায় পড়বে কি তোর মনে?
যখন আসবে আষাঢ় মেঘের ভেলায় ওই আকাশের কোলে,
যখন সাঁঝের বেলায় প্রবল ধারায় আসবে শ্রাবণ নেমে;
আমায় পড়বে কি তোর মনে?
যদি বাদল বেলায় কেউ না ডাকে ভিজতে রে তোর সনে,
যদি তোর আশাতে বেরিয়ে কেউ আর ভিজবে না আনমনে;
আমায় পড়বে কি তোর মনে?
যখন পুছবে না কেউ আছিস কোথায়, ছুটবেনা তোর পানে,
যখন তোর হাতে তার হাতটি রেখে হাসবেনা খোশ প্রাণে;
আমায় পড়বে কি তোর মনে?
যখন তোর কাজে কেউ সাঁধবেনা বাঁধ মিষ্টি অভিমানে,
যখন তোর রাগে কেউ পুড়বেনা, কেউ কাঁদবেনা নির্জনে;
আমায় পড়বে কি তোর মনে?
যদি বাহির পানে যাই হারিয়ে আর না ফিরি ঘরে,
যখন করবে সবে করুণ বিলাপ মোর চারিদিক ঘিরে;
আমায় পড়বে কি তোর মনে?