তুমি সুন্দর-
          যখন তুমি কৃষ্ণচূড়ার রঙ-এ হও রাঙ্গা,
          বল ভালবাসি তোমায়;

তুমি সুন্দর-
          যখন তুমি মায়াবতী হয়ে বাড়িয়ে দাও হাত,
          জানাও প্রেমের আকুতি;

তুমি সুন্দর-
          যখন তুমি পরম প্রেমে সিক্ত হও,
          কপলে ছোয়াও মধুময় স্পর্শ;
    
তুমি সুন্দর-
          যখন তুমি মমতা মাখা কন্ঠে,
          বলে ওঠ ভালো আছতো!

তুমি সুন্দর-
          যখন তুমি স্বপ্নবিলাসী হয়ে ভেসে যাও কল্পনায়,
          উড়তে চাও প্রজাপতির ডানায়;

তুমি সুন্দর-
          যখন তুমি অগ্নিসম রাগে ফুঁসে ওঠ,
          হয়ে ওঠ ফণা তোলা শঙ্খচূড়;

তুমি সুন্দর-
          যখন তুমি মেনে নাও বাস্তবতা,
          ভেঙ্গে ফেল মায়ার বাধন, ছিড়ে ফেল প্রেমের শিকল;

তুমি সুন্দর-
          তুমি চিরসুন্দর আমার প্রতিটি বেলায়,
          যখন তুমি আছ আর যখন তুমি নেই।