পুরোনো চিঠির ভাঁজে-
লুকিয়ে রাখা শুখনো গোলাপ,
ডায়রির পাতায় দু-ফোঁটা জলের ছাপ,
কিংবা নির্ঘুম মধ্যরাতের কিছুটা অনুতাপ
হয়তো এর পুরোটা স্বার্থপর অতীতের-ই হয়!
তবে সন্ধ্যামালতি-রজনীগন্ধার সৌরভ,
অথবা শিউলি ফোঁটা ভোরের স্নিগ্ধতা
নবাগত বর্তমানেই রয়!
হৃদয় ভাঙ্গানিয়া সকরুণ অনুনয়,
অ-প্রাপ্যের আশা জাগানিয়া পিছুটান,
কিংবা স্মৃতি কাতরতার খানিকটা অবকাশ;
হয়তো বা জাগিয়ে তোলে-
গলায় পাথর চাপা সুপ্ত হাহাকারের কিছুটা অনুরণ,
হয়তো বাহিরে টেনে আনে-
ফুসফুসে লালিত বহুদিনের দীর্ঘশ্বাস!
ছবকের ফুলঝুরি ছড়ানো কৃপণ অতীত
হয়তো পেতে পারে কিছুটা সমীহ মাখা রোমন্থন;
পুরোনো ভাঙ্গাচুরা আবেগভরা কৌটোটা হয়তো-
হৃদয়ের এক পাশ দখলে রাখতে পারে আজীবন!
তবে সমাদর কিংবা ভালোবাসার অংশ!
সেতো আগত ক্ষণকালের সে শিল্পীর অধিকারে-
আবেগের ভাঙ্গা টুকরো গুলো যে নতুন করে-
জুড়ে নেয় বিনি সুতোর মালায়,
যে শিল্পী ভালোবাসার তুলির নিবিড় পরশে
বেদনার অথৈ সায়রে ডুবন্ত প্রাণকে
নিরন্তর নতুন রঙে রাঙ্গায়!
১০ মে ২০২০