একচোখা কে দেখতে কি চাও?
তবে চোখ বুজে নয়, খুলে তাকাও!
আছে সে ভাই তোমার মাঝেই;
নয়তো পাবে পাশে কোথাও!
বিবেক তাদের অস্তাচল-এ!
দল বেঁধে সব চললো বলে?
পরখ নিজের করেছ কি-
মনটা কভু একটু খুলে?
যাচ্ছ যে ভাই মিছিল ঠেলে?
খুশির জোয়ার বইছে বলে!
পথ হেঁটে সব যাচ্ছ মিল-এ?
কেষ্ট তবে কোথায় মেলে!
বদ্যি খানায় নকল মুখোশ?
বুনন ডিফ্যাক্ট আমার কী দোষ!
আবেগ ছুড়ে আঁস্থাকুড়ে-
বাস্তবতার গান গেয়ে যাও?
তাতো বটে ই! বলতে কী চাও?
আমায় কি ভাই মূর্খ ঠাওরাও!
আকাশছোঁয়া বিবেক মাথায়-
উল্টে দেখ পুঁতির পাতায়!
বাঁধন যেথায় প্রাণের সুতা'য়
বিবেক সদাই হার মেনে যায়।
এপ্রিল ২৩, ২০২০