জীবনটা খুব ছোট!
দেখতে দেখতে কেটে যাবে।
ছোট ছোট অভিমান গুলো
জমিয়ে রেখে কী হবে?
এসো হাত খানা ধরে-
এগিয়ে যাই দূরপানে, যেখানে দিগন্ত;
কাশফুলে ভরে ওঠা আফতাবনগরে,
যেখানে স্মৃতি গুলো এখনো জীবন্ত।
জীবন সায়াহ্নে এসে ভুল গুলো
শুল হয়ে বিঁধবে কেন!
এসো আবার নতুন করে ভালোবেসে-
সাজিয়ে নেই রঙ্গিন স্বপ্ন গুলো।