তুমি এসেছো তাই—
কবিতা লিখে স্বাগত জানাই—ওগো তোমায়
কুয়াশা যেন গেছে কেটে তাই
রবির আলো দেখা গেছে— সকালে,
যেন তুমি বাসবে ভালো শুধু আমায় তাই;
আলোয় আলোকিত মোর আঙিনায় এসো— হে পরিনীতা
আমায় ভালোবেসো— এখনো কীসের সংশয়?

রাতে তারাদের আনাগোনা
দুচোখে স্বপ্নজাল বোনা—শুধু আমাদের ঘিরে,
আলোকিত এক পৃথিবী যেন রচিত হয় শান্তিময় কোনো নীড়ে।

তবু কেন যে দূরে দূরে থাকো
বেদনার সাত পেয়ালা জল পিয়ে?
কাছে এসো হে— আনন্দ উদযাপন করি
প্রেমের মরা মরি।

শুধু কেন কল্পনায়,আমাদের কী যুগসন্ধিক্ষণ নাই?

শিশির পড়ে দূর্বাঘাসে
তারারাও হাসে— আঁধার আকাশে
ভাসে বাঁলিহাস দীঘির কালো জলে
তুমিও না হয় ধরা দাও, আমারই এ বুকে।

আমি যেন কৃষ্ণ ভ্রমর তোমার আঁকা আল্পনায়।

শুভ সকাল, হে প্রিয়তমা!
ভোরের রবির বাস্তবতায়
এসো হে, হৃদয়ে আমার—তোমার আমার
প্রেমের আলিঙ্গনই যেন মুক্ত ভূবন চায়।

তোমার আমার মিলন ছাড়া কিছু ভাবিতে নাই
শুভ সকাল প্রিয়তমা পরীণিতা
কবিতা লিখে— তোমারে স্বাগত জানাই