অমানিশায় পূর্ণ হলো
তোমার মনের সাধ
সব ভুলে কি খুঁজে পেলে
পূর্নিমারই চাঁদ?
তোমার মনের ঘূর্ণিপাকে
ভয়াল নদী সাঝের বেলা,
সেই জলেতে খেলতে তুমি
যন্ত্রনারই মায়ার খেলা।
যেমন করে ভয়াল ঝড়ে
বাড়িয়ে দেয় হাত,
সব ভুলে কি খুঁজে পেলে
পূর্নিমারই চাঁদ?
কিন্তু তবু দুঃখ আমার ভিন্নপ্রকার
খানিকটা নয়,জুড়ে পুরো অষ্টপ্রহর
যেমন থাকে নিজে মরার দিনে
পুরো জীবন রয়ে যাবে
না পাওয়ারই ঋণে।