তোমারে দেখে দুঃখ হয় ;
গত ফাল্গুনে শূন্য ছিল তোমার বারান্দা-
এই ফাল্গুনেও দেখি-একা!

প্রত্যহ বারান্দার গ্রিলে
শাড়ি কিংবা শেমিজ বিদ্ধ হয়
অথচ বহুকাল ভেতরের তরুণ উধাও।

আজ তোমার বারান্দায় শুধু পাড়ভাঙা ঢেউ
সহস্র ধানসিঁড়ি কিংবা সুগন্ধার;
যতদিন পারো কৈশোর উড়াও
দেখো,হারিয়ে না যায় নোঙর।
আজ ওড়ে চুল মাস্তুলসমেত-
যেন হতে চায় সিডর কিংবা কালবৈশাখী ঝড়!

বেচারী শাড়ি,তাকে দেখে-
আজ শূন্য বারান্দাও ধিক্কারে হাসে!
তার পাশে নীল শার্ট কিংবা পাঞ্জাবি রেখে
ছেড়া ওড়ানাটা শুধু ভাসে।