এইখানে মৃত্যুর দেশে
জীবন্ত আত্মাদের লাশ ওঠে ভেসে,
কোনো এক অমাবস্যার রাত্রে
অদ্ভুত বিদঘুটে হাসি হাসে।
জীবিত মানুষের লাশের খোঁজে;
স্বজনরা আর্তচিৎকার করে না
জমে না মানুষের ভিড়
কেউ একজন খুশির তোড়ে সাজে।
এ পৃথিবীর ক্লান্তি-তবুও নেই শেষ
সেইখানে মৃত্যু আসে;
অতীতের মানব জেগে ওঠে
আজকের লাশে;
আজ তবু পৃথিবীর সীমা ছাড়ালে মনে হয়
কোনো এক রাজা-মহারাজার যুগে
যখন নিরীহ মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হতো
বিনাদোষে:-নিরালা মনের সুখে।
পৃথিবীর সরল পথে হেঁটে হেঁটে যখন
বুঝতে পারি,
পৃথিবীর গভীর মানে-
তখন এক নির্জনতা আমাকে নিয়ে যায়
তেপান্তরের ঘূর্ণিপাকে।
মাত্র দেড় যুগ পৃথিবীতে বেঁচে থেকে
তবুও যে অভিজ্ঞতা আমি লাভ করিয়াছি
তাহা ঢের বেশি প্রিয় মোর কাছে;
অদ্ভুত এক শক্তি পৃথিবীতে আছে
যাহা মানুষের আত্মাকে নিয়ে যায় অচেনা দেশে,
মৃত্যুর আগেই শেষ কার্যদিবসে।
এইখানে মৃত্যুর দেশে
জীবন্ত আত্মাদের লাশ ওঠে ভেসে।
স্মৃতির অকপটে তোমার মানচিত্র আঁকা,
বাকিটা থাক মানবের ইতিহাসে
রয়ে যাক আরো কয়েক হাজার যুগ,
পৃথিবীর শেষ কার্যদিবসে।
একদিন পৃথিবীর আকাশ শেষ চিঠিতে ভরে যাবে,
নক্ষত্র অভিমানে দূরে যাবে সরে,
তখনই মানবের পরাজয় ঘটবে,
এইখানে মৃত্যুর দেশে।
এইখানে মৃত্যুর দেশে-
আবারও দেখা হবে শেষ কার্যদিবসে।