ও আগ্নেয়গিরি,ছোট্ট শিশু
এখনো হয়তো অবুঝ
চারদিকে চেয়ে দেখে ভিন্নরূপী জীবন
জন্ম,মৃত্যু আর ক্ষুধায় গড়া ত্রিভূজ।
ওর বাবা-মাও হয়তো আছে
থাকে না ওর কাছে,
ওর ঘুমানোর জায়গা নেই
তাই ঘুমায় রাস্তার পাশে।
ও অধিকার বঞ্চিত এক শিশু
কেউ নেয় না কখনো খোঁজ,
ভালো কিছু খেতে পারে না
করে না কখনো ভুঁড়ি ভোজ।
ভাগ্যের দোষে তাই অপরাধ করে
নাম দেয়া হয় চোর,
কেউ ভাবে না কিভাবে ওর
রাত কেটে হয় ভোর।
এ শহর ওকে এমন বানিয়েছে
দুঃখ বোঝার নেই কেউ,
ঘুম ভেঙে ও মানুষ দেখে না
শোনে কুুকুরের ঘেউ ঘেউ।
ওর খাদ্য দরকার,আশ্রয় দরকার
দরকার ভালোবাসা,
নাহলে হয়তো অপরাধ জগতে
এভাবেই হবে কোণঠাসা।
ওর নাম নিশু,এক পথশিশু।