যে জীবনে আসার কথা সে হয়তো আসেনি,
যাকে নিয়ে থাকার কথা সেই তো ভালোবাসেনি।
প্রতীক্ষাতে প্রতীক্ষাতে,
সূর্য ডোবে অজানাতে,
সব নিভিয়ে একলা আকাশ শূন্য বিছানাতে।
একান্তে যার হাসার কথা হাসেনি
কাদম্বিনী আসার কথা আসেনি।
অপেক্ষমান বুকের ভিতর ত্রিশ সেকেন্ডে হুলুস্থুলু
দীর্ঘ তিনের অপেক্ষাটা কয়েক দিনেই শাখের উঁলু।
আজ বুঝি তার ইচ্ছে আছে?
শেরে বাংলায় হারিয়ে যেতে,কোনো এক মত্ত নাচে?
এরপরেও কি তাহার মনটা আমার জন্য সাজেনি?
কাদম্বিনী আসার কথা আসেনি।
প্রেমময় জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল,
প্রেমময় ধূপের কাঠি গন্ধে বাজায় রূপসা মাদল।
খাঁ খাঁ মনের সবটা খালি
মরা নদীর চড়ায় বালি,
মনের মাঝে দুঃখ-সুখের জোড়হাতে করতালি।
প্রতীক্ষা তাই প্রহরবিহীন
আজীবন ও সর্বজনীন
সরোবরের পদ্ম তুমি,তোমায় দেখলে মন রঙিন।
দীর্ঘ তিনে স্বপ্ন ভাঙায়,মুখটা তো আর হাসে না
কাদম্বিনী আসার হলেও সচরাচর আসে না।