পিছিয়ে যদি ভালোবাস তব-
সংযুক্ত হবে ভারতবর্ষ
বসন্তে বিচ্ছেদের সুর বাজবে ব্রহ্মকমলের,
চৈত্র সংক্রান্তি মেলা বসবে শৈবাল দলের।
টাইটানিকে দ্বিখন্ডিত হবে আইসবার্গ,
কবিতা লিখবে আর্থার সি ক্লার্ক।
ইসরাইল ঝড়াবে না একটি প্রাণ আর
লিটল বয় দিবে নিস্তার।
তবে জনারণ্যে যদি ছুঁয়ে দেখো মোরে-
হও যদি ভেনাসের প্রাণবন্ত রূপ
হারানো প্রেমের পুনরাগমনে
ইমারত গড়বো স্মৃতি স্বরূপ।
নিষ্পাপ প্রেমগুলোকে আস্কারা দিয়ে
ফেরাবো সোভিয়েত ইউনিয়ন,
জনারণ্যে অঙ্গনা ঘুরে বেড়াবে
আমি ইউক্রেনে দিয়ে বেড়াবো ত্রান।