যে জন মোরে শিখাইলো পিরিত
অচেতনে,নেশার ঘোরে
সে জন যেনো থাকে আনন্দে,ঘোরে সানন্দে।
চলে যেনো রাণীর মত
ব্যক্তিগত রাজমহলে
বোঝে নাকো প্রজাগনের মনের কথা
চোখের তারায়,হাত ইশারায়।
সবটা ভুলে ভেবেছিলাম-
শীতের একটা সকাল হবো
শীতের মতো কনকনিয়ে
তোমায় কাঁথা ভেবে আকড়ে ধরবো।
হৃদয় এক ঝংকার তুললো
নোট কর্ডের বীণার মতো
সুর বাজালে,পথের নাকি অনেক বাকি
যাও গো শোভন
হারিয়ে যাও বহুদূরে
নতুন সুরের অঙ্গীকারে
যাও চলে যাও আপন পথে।
এসব বলেও
হাসলে তুমি করুণ ঠোঁটে
কাঁদলো বুকের ওজন পাথর
কাঁদলো বুকের হাজার তারা
একাকী এক গভীর রাতে
ভোর রাত্রির প্যাঁচার সাথে।
তবু বলি-
সে জন যেনো ঘোরে নাকো অন্যের দোরে
অচেতনে,নেশার ঘোরে
সে জন যেনো থাকে আনন্দে,ঘোরে সানন্দে।