বলিনি তো-ভালোবাসতেই হবে
উপেক্ষার সুরে অবহেলা রবে!
আমি বলি-
তুমি বরং একবিংশ শতকের নারী হও
দ্বিধাহীনভাবে এ মনে রও।
বলবো না আমি-
আগেরকার মতো বঙ্গ নারী হতে,
সারাক্ষণ গৃহকোণে আবদ্ধ থাকতে।
বলবো না ভালোবাসতেই হবে,আমি বলি
মনের জানালার অপর কোণে,আমায় রেখো
এ মনের আরাধনার মানুষ হইয়ো,
যারে ভালোবাসি আমি,কই না একান্ত আমার রইয়ো।
বলিনি তো সবার মতো,ভালোবেসে ছেড়ে দিও
আমি বলি,তুমি বরং
আমার মনজয়ী 'সাধারণ মেয়ে' হইয়ো।
বলিনি তো-ভালোবাসতেই হবে,আমি বলি
তুমি শেষ রজনীর চাঁন হইয়ো
শ্রাবণের অনুরাগে,অতি নির্জনে ভিজিয়ে দিও
মন খারাপ হলে একান্তে বল-
চক্ষুকোণে এত জল কেন জমা হলো?
বলিনি তো-ভালোবাসতেই হবে,আমি বলি
তুমি বরং স্বাধীনচেতা,স্বনির্ভরশীল নারী হও
উড়তে থাকো সুদূর মেঘের পথ ধরে
উড়তে উড়তে মেঘ চিরে হিমালয় অতিক্রম করো৷
তখন যদি ক্লান্তি আসে ঐ দেহে
ফিরে এসো,ফিরে এসো,কথা দিচ্ছি!
আগেরকার মতোই বুক পেতে দেবো।
মনের মানুষ হবো।