কার্তিকের এই দিনে,
সাদা মেঘের ভেলাই করে,
যাবো আজ লালনের দেশে।
গাইবো গান গলা ছেড়ে,
একতারা টা হাতে নিয়ে,
কোমরেতে ঢুলি বেঁধে,
নাচ করিবো ধিনতা-ধিন করে।।
কালি নদীর ঐ তীরে,
সাঁই জি আমার ঘুমিয়ে আছে।
সাধক আমার উঠবে জেগে,
এই শিষ্যের ডাক শুনিয়ে।।
গুরু চরণে সব বিলিয়ে,
ফিরবো সই ফকির বেশে।
পাগল জীবন ধন্য হবে
গুরুর বদন দর্শনে।