মনে গগণে মেঘ জমেছে,
              হয়েছে আধার কালো।
সূর্য হাড়ালো মেঘের ছায়ায়,
                নেই কোথাও আলো।

আজ কেন খুব লাগছে একা,
                  সখী তোমায় বিনা।
দু'চোখ শুধু খুজছে তোমায়,
                    নিয়ে পাওয়ার বাসনা।

মনের চোখে দেখি সখী
                    শুধ তুমি আর তুমি।
এত কাছে তবুও যেন তোমায়
                     পাইনা ছুঁতে আমি..!

অবুঝ মন কেঁদে কয়,
                কেন এমন হয়,,?
ভালোবাসা বুঝি কেবলি যাতনা-ময়?