তুমি হীনা এ জীবন,
শুকনা মরুভূমির মতন!
এ যেন এক মহা-শশাণ,
নেই কোন আশা নেই প্রাণ।
নেই যেন ভালোবাসা,
স্বপ্নরা বাঁধে না বাসা।
তুমি নেই নিরব এ মন,
ছলছল এই দুই নয়ন।
তুমি হীন কেটে যায় বেলা,
আাশারা ভিড়ায় না ভেলা।
স্বপ্ন দেখাও আজ বারণ,
অকারণে করেছে মন অনশন।।