যেদিন প্রথম দেখায় প্রথম তুমি মন ছুঁয়ে ছিলে;
'মন বাড়িয়ে দিয়েছিলাম তোমায়' ভালোবাসি বলে।
আমি হাত বাড়িয়ে হাত ছুঁয়েছি তোমায় ভালোবেসে!
তোমাতেই হাড়িয়ে গেলাম সখী নিবিড় আবেশে।
ফুলের গন্ধে মুখরিত আমার বসন্তী বিকেল বেলা,
লীল আকাশে তুমি আমার হাজার তারার মেলা।
তুমি আমার ভোর আকাশে মিষ্টি রোদের আলো,
তুমি ছাড়া যেন মেঘলা মন লাগে তিমির কালো।
পরজন্মে যদি সুযোগ পাই নতুন কিছু চাওয়ার?
সেজন্মে সখী চাইবো তোমায় অন্তিম ইচ্ছে আমার।
জনম জনম থাকবো মোরা ভালোবেসে চিরকাল,!
আমরা দুজন দুজনাতে রয়ে যাবো একাল ওকাল।