মনে মাঝে যতন করে,
        পুরানো দীঘিটারে রাখছি ধরে।

   পাড়ার যত ছেলে-মেয়ে,
              ঝাঁপ দিতাম ঐ দীঘির জলে,
   দুপুর কাটাত গোসল করে,
         বিকাল হলে সকল মিলে,
             খেলতাম মোরা দীঘির পারে।।

বেলা শেষে রবি ডোবে,
     আধার নামে চারি দিকে,
জোনাকি জ্বলে দীঘির ধারের ঝোঁপের নিচে।।

মায়ে আদেশ না মেনে,
            ছুটে যেতাম দীঘির পারে
      শৈবালের সেই স্মৃতি গুলো,
আহ্,, কি যে,মিষ্টি ছিলো।।
  
কত সময় পেরিয়ে গেছে,
     দিন গুলো আজও চোখে ভাসে।।
ফিরিয়ে পাবো না আর কভু,
            বেলা যে আমার ফুরিয়ে গেছে,।