ডাকবে না কেউ খোকন বলে,
            আসবে সবাই লাশ দেখিতে।
রক্ত-মাংশের দেহ ছেড়ে,
            প্রাণটা এক দিন উড়াল দেবে।
এই দুনিয়ার আলো-বাতাস,
            আসবে না আর প্রয়োজনে।
যারা আমার আপন বেশি,
            তাঁরাই আমায় দাপন করবি।
হঠাৎ যদি বৃষ্টি ঝড়ে,
            লাশটা আমার কাগজে মুরে,
উঠবে সবাই ঘরে গিয়ে,,।
            এই আমিটা অনাদরে,
আঙ্গিনার এককোণে থাকবো পরে।।।।।
            
বড়াই-পাতার গরম জলে,
        শেষ গোসলটা করিয়ে দেবে।
চারজনে পালকি করে,
        আপন বাড়ি নিয়ে যাবে।
তিনজনে শুইয়ে দেবে,
        অন্ধকার এক মাটির ঘরে।
একলা একা থাকবো পড়ে,
         সঙ্গীহীন চির-তরে।
পোঁকামাকর খেয়ে নেবে,
         সুন্দর স্বাদের এই দেহটারে।
পঁচেগলে মিশিয়ে যাবে,
         থাকবে না তো কিছুই পড়ে।
আমার চির-সমাধি হবে
         বাঁশ-বাগানের নিচে।
তার পরেও দুনিয়ার মায়ায়,
         পরছি কেন মিছেই।।।