যায় না দেখা আগের মত,
             প্রিয় খেলা ডাংগুলি।
হাড়িয়ে গেছে কবেই যেন,
              শৈশবকালের সেই খেলাগুলি।

এক্কাদোক্কা কেউ খেলে না,
            খেলে না কেউ কানা-মাছি।
হয় না খেলা বাড়ি বাহির,
                     গোল্লাছুট আর বৌ-ছি।

ক্রিকেট-মাঠেও যায় না পাওয়া ,
                     ব্যাটসম্যান রানের ঝুঁলি।
ফুটবল যে খেলে না কেউ,
              সব যেন মোরা গিয়েছি ভুলি।

কাবাডি, লুকাচুরি, ছিলো কত খেলা
হারিয়ে গেছে দিনের সাথে,
               মোবাইল হাতেই কাঁটে বেলা।।

কোথায় আজ হাড়িয়ে গেলো মোদের ছেলেবেলা।।