আজ দেখিলাম লাল পরী,
পরনে ছিলো তার লাল শাড়ী।
করিয়া ছিলো ভুল,
খুলিয়া রেখে মাথার চুল।
কোমল গালে,চিরল দাঁতে,
হেঁসেহেঁসে কথা বলে।
বাঁকা চোখে,মিষ্টি ঠোঁটে,
উতলা করেছে কবি মনকে।
আহা কি দারুণ!
দেহ যেন শিমুলফুলে ভরা ফাগুন।
মন চায় কোকিল হয়ে।
ডাকি তারে কুহু সুরে।।