কথায় কথায় খুঁজো জাত,
        জাত কি তোমায় দেয় ভাত?
ভুলে যাই মোরা একই জাত,
         একে অন্যেকে করি আঘাত!

থাকো সদা আসপাশ
           এক ধরায় করো বাস,
আমি তুমি ভিন্ন কোথায়
        এক বায়ুতে নেও শ্বাস।


আঁখি থাকিতে অন্ধ কেন
           বোঝ না ভালো মন্দ।
একই স্রষ্টা সৃষ্টি মোরা
             তবে কেন এত দ্বন্দ্ব,?