হতাম যদি মেঘের ভেলা লীল-আকাশ তলে,
ভিজিয়ে দিতাম তোমায় মোর শীতল জলে।
রোদ্দুর মুখে দাড়িয়ে দিতাম তোমায় ছায়া,
দেখতে তুমি তোমার প্রতি আমার কত মায়া।

হতাম যদি মৃদু হাওয়া দিতাম তোমায় ছুঁয়ে,
গুণ-গুন গান শোনাতাম লীল ভোমর হয়ে।
চুলের খোঁপা সাজিয়ে দিতে হতাম গাঁদাফুল,
চাই হতে নাকের নলক,কানের ঝুমকা -দুল।

কোমরে বিছা হলে বাজতাম ঝুমুর-ঝুমুর,
আলতা পায়ে হতাম তোমার সোনার নুপুর।
থাকতাম আমি সতত তোমার সকল ঘিরে,
পারতে কি রাখতে মোরে তোমার থেকে দূরে।