তুমি আমি একই পৃথিবীতে করছি বাস,
তবুও যেন দূরত্ব এক আকাশ!
থাক দূরে দূরে আসোনি কখনো কাছে,
তোমার ভালোবাসা ছিলো মিছে;

বলে ছিলে মন খারাপের খবর দিও,  
কেন তুমি বলনি আমার হইও?
আজ মন খারাপের এই বাদলা দিনে,  
বল;তোমায় পাবো কেমনে?

যত বারই মনে পড়ে গো সখী তোমায়,
তত বারই মনটা ভেঙে যায়।
আজও অবুঝ এই হৃদয় করে আহ্বান,
এসো ফিরে ভুলে অভিমান।

রিমঝিম বৃষ্টিতে মন চায় তোমাকে ছুঁতে,
আপন করে রেখে এ বুকেতে।
বাদলা দিনে ভেজা নয়নে নিজেকে হারায়,
মন শুধু তোমাকে খুঁজে যায়।