চারিদিক জনশূন্য যেন মরুভূমি,
তার মাঝে একাকী রয়েছি এই আমি।
নামেনি কখনো সুখের বৃষ্টি খরা এবুকে,
আষাঢ় শ্রাবণে কাঁটে মোর দুঃখে-দুঃখে।

দুঃখিনী কেউ বাসে না ভালো সংসারে,
আজীবন কাঁদলো মন সুখের দুয়ারে,,।
দিন যায় দিন আসে কাঁটে অপেক্ষায়,
এই বুঝি মোর গগনে হয় সুখের উদয়।