বলতে গেলে দেশের কথা,
              অশ্রুতে ভেঁজে চোখের পাতা।
চেয়েছিলাম মোরা যে স্বাধীনতা,
           পাইনি ত  আজও সেই স্বাধীনতা।
বলতে গেলে সত্যের ; কথা,
                 মানতে হয় কত শত সতর্কতা।


ইসলাম যদি হয় প্রাণের ভাষা,
                     হুঁমকিতে পড়ে জীবন দশা।
কত নারী হয় দেখো ধর্ষিতা,
                এই নিয়ে নেই কারো মাথা ব্যথা।

রাস্তায় নামিতে চায় ওরা কাপড় বিনা,
         স্বাধীনতা মানে কি তবে নগ্নতা,বেহায়াপনা?
এই যদি হয় স্বাধীনতা,
                        তবে চাই না এই স্বাধীনতা!!