বর্ষা এলে,
বৃষ্টি ঝরে দিনে রাতে,
নদী ভরে জলে জলে,
জেলেরা জাল ফেলে,
মাছ ধরে ঝাকে ঝাকে।
শাপলা ফোটে বিলে-ঝিলে।
কদম ফোটে ডালে ডালে।
সাদা বক এর ঝাক গুলো,
পাখা মেলে দলে দলে।
ব্যাঙ ডাকে খালে-বিলে,
ঘ্যাঙ ঘ্যাঙ শব্দ করে।
ঝি ঝি ডাকে ঝোপঝাড়ে,
দিন শেষে রাত্রি হলে।।