আমি থাকবো থাকবে যত কাল মানব এই ধরা,
থাকিবে যতদিন আকাশে সূর্য,নক্ষত্র,চন্দ্র, তারা।
আমি কেবলি নই সে পথিক যে রয়েছি এদেশে,
লক্ষ জনম,লক্ষ পথ দিয়েছি পাড়ি হেঁসে হেঁসে।
চৈত্রের রোদে পুরেছি ভিজেছি আষাঢ়-শ্রাবণে,
মরু,সাগর,পাহাড় পেরিয়ে রয়েছি প্রাণে প্রাণে!
আরও হাজার বছর থাকব পুড়িব না মহা-শশাণে,
প্রেমিক মনে বারে বার আমি জন্মিব নব্য প্রাণে।
ভয়কে জয়,কঠিনকে সহজ করিয়ে ভাঙ্গেছি বাঁধা,
আমারি কারণে রয়েছে বাঁচিয়ে কত শত কৃষ্ণ-রাধা।
নই কোন জনপদ তাই হই না আমি প্রাচীন,
চিরকালে থাকি যৌবনে সূর্যের মত নবীন।।
অভিযাত্রিক -২০২৪