আজ জাতপাত সব ভুলে নেব মানুষের অঙ্গীকার--!
চলো নতুন করে সাজাবো আজ পৃথিবীর অলংকার
মুছে দিব সব হিংসা বিবাদ, নতুনের আহব্বানে
আসুক সকলের শুদ্ধ বাতাস সকলের মনে প্রানে।
আমি আমার মাঝে চলো ,আগে সেই ভাঙি ভুল-!
হৃদয়ের আঙ্গিনায় ফুটুক সকলের প্রস্ফুটিত ফুল-!
শিক্ষা আসুক জাতির মাঝে, মানবতার ঠিকানায়,
শুদ্ধতা ওপবিত্রতা আসুক সুন্দর বিবেকও চিন্তায়।
ভাগ করে নিব অভাব-অভিযোগ সকলে তরে মোরা
একে অপরের মাঝে আমরা জীবন করিব কোরা!
সব জায়গায়এসেছে আধুনিক,মনের আধুনিক কই?
আর কত করবে কৃত্রিমতায় শুধু শুধু বল হইচই-!
সভ্য সভ্য সভ্য শুধু তো শুনি একটিই প্রতিদ্ধনী
এখনও সভ্য হয়নি মোরা খুলে দাও মনের আবরণী
বিবেক চিন্তায় সুন্দর না হলে, পৃথিবী হয় না ভালো
না যদি কাটে প্রকৃত শিক্ষায় আমাদের মনের কালো
আর নাই চলো শপথ নিই সাজাতে সুন্দর দেশ
সবুজে শ্যামলে গড়বো পৃথিবীর সুন্দর পরিবেশ।
তবেই তো আসিবে প্রশান্তি এই পৃথিবী ঘিরে,
যদি তুমি আমি দিতে পারি হৃদয় বুকটি চিরে।